বণিক বার্তা ডেস্ক: দ্য আটলান্টিক’ ম্যাগাজিনের প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গ জানান, ১৫ মার্চ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলার আগে তিনি একটি ব্যক্তিগত চ্যাট গ্রুপে যুক্ত হন, যেখানে মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা করছিলেন।
মার্কিন সামরিক শক্তি কোথায় এবং কখন ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য সবচেয়ে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। যদি এই ধরনের তথ্য আগেভাগে আমেরিকার প্রতিপক্ষদের হাতে পৌঁছে যায়, তবে তা প্রাণহানির পাশাপাশি জাতীয় পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলোর জন্যও হুমকি হতে পারে।
ট্রাম্প প্রশাসনের জন্য সৌভাগ্য যে, এনক্রিপ্টেড চ্যাট অ্যাপ সিগনাল-এ শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে ইয়েমেনে আসন্ন মার্কিন হামলা নিয়ে হওয়া আলোচনাটি ভুল ব্যক্তির হাতে পড়েনি। কিন্তু দুর্ভাগ্যবশত, এটি নজরে পড়েছে প্রভাবশালী রাজনৈতিক সাংবাদিক জেফরি গোল্ডবার্গের। ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনের প্রধান সম্পাদক সোমবার (২৪ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে লিখেছেন যে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ সম্ভবত ভুলবশত তাকে ওই চ্যাট গ্রুপে যুক্ত করেছিলেন। খবর রয়টার্স।
গোল্ডবার্গ জানান, ১৫ মার্চ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলার আগে তিনি একটি ব্যক্তিগত চ্যাট গ্রুপে যুক্ত হন, যেখানে মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা করছিলেন। তিনি একটি বার্তা পান যেখানে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক হামলার পরিকল্পনা করেছেন। চ্যাট গ্রুপে আরো ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
গোল্ডবার্গ লিখেছেন, আমি এমন নিরাপত্তা লঙ্ঘন আগে কখনো দেখিনি।
এই ঘটনা সম্পর্কে জানার পর তিনি হোয়াইট হাউসকে অবহিত করেন এবং নিজেকে চ্যাট গ্রুপ থেকে সরিয়ে নেন। পরে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই ঘটনাটি নিশ্চিত করে জানায় যে, এটি একটি অনিচ্ছাকৃত ভুল। তবে তারা এটিকে নীতিগত সমন্বয়ের ‘গভীর ও চিন্তাশীল’ উদাহরণ বলে উল্লেখ করে।
ট্রাম্প নিজে বিষয়টি সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি দ্য আটলান্টিক-এর বড় ভক্ত নই। এটি এমন একটি ম্যাগাজিন, যা বন্ধ হয়ে যাওয়ার পথে আছে।
এদিকে, ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি অনিরাপদ যোগাযোগমাধ্যমে সামরিক পরিকল্পনা আলোচনা করে থাকেন, তাহলে এটি এক গুরুতর নিরাপত্তা লঙ্ঘন।
চ্যাটে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স হামলা বিলম্বিত করার পক্ষে মত দেন, যাতে জনমত যাচাই করা যায়। তবে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ সতর্ক করে বলেন, এটি বিলম্বিত হলে ফাঁস হওয়ার ঝুঁকি আছে এবং তখন আমরা অপ্রস্তুত অবস্থায় পড়ব।