সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জে এস.এস.সি পরীক্ষা শুরু হয়েছে

কাজী বিপ্লব হাসান : ২০২৫ সালে মুন্সীগঞ্জে এস.এস.সি পরীক্ষার্থী সংখ্যা ১৪,৭৪১ জন। ১০ এপ্রিল থেকে এস.এস.সি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর মুন্সীগঞ্জের ৬ টি উপজেলাতে সর্বমোট এস.এস.সি (সাধারণ) শিক্ষার্থীর সংখ্যা ছিল ১২,৪৮৭ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১২,৩৬৫ জন এবং অনুপস্থিত ছিল ১২২ জন। মুন্সীগঞ্জ জেলায় সর্বমোট ১৭টি কেন্দ্রে এস.এস.সি পরীক্ষা চলে।

এস.এস.সি সমপরিমান মাদ্রাসা ভিত্তিক দাখিল পরীক্ষায় মুন্সীগঞ্জের শিক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৯৩ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১,০৬২ জন এবং অনুপস্থিত ছিল ৩১ জন। মুন্সীগঞ্জের দাখিল পরীক্ষার সর্বমোট কেন্দ্র ছিল ৫টি। এস.এস.সি ভোকেশনাল পরীক্ষায় মুন্সীগঞ্জের সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১,১৬১ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১,১৪৫ জন এবং অনুপস্থিত ছিল ১৬ জন। মুন্সীগঞ্জের ভোকেশনাল পরীক্ষার সর্বমোট কেন্দ্র ছিল ৮টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *