মুন্সীগঞ্জে গুমের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

আবু সাঈদ ( সৌরভ) মুন্সীগঞ্জ সদর প্রতিনিধি:মুন্সীগঞ্জে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৫ দফা দাবিতে  মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। শনিবার সকাল সাড়ে দশটার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।
৫ দফা দাবিগুলো হলো- ১. গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো। ২. যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পদ ক্রয়-বিক্রয়  এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা করা। ৩.গুমের যাদের ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে।  ভারতে আরো গুমের শিকার ব্যাক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করা। ৪. যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন ও তাদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দিতে হবে। ৫. গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারের সম্মুখীন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *