“মুন্সীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত” দিবস পালিত

কাজী বিপ্লব হাসান:  ৩১ মে বিশ্বতামাকমুক্ত দিবস।এই উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে সকাল ঌটায় একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সিভিল সার্জন অফিস থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত গিয়ে পুনরায় সিভিল সার্জন অফিসে ফিরে আসে। এরপর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (জেলা প্রশাসক কার্যালয়) সানজিদা ইয়াসমিন সোমা। এছাড়া আলোচনা সভার বক্তব্য রাখেন সদর উপজেলার মেডিকেল অফিসার ডা. আশিক ইমরান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মল্লিকা সরকার। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র স্বাস্থ্যশিক্ষ অফিসার নাসির উদ্দিন। অনুষ্ঠানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জামাল উদ্দন সহ জেলার বিভিন্ন উপজেলায় স্বাস্থ্যকর্মীগন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণও সভার উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানে বলা হয়, মাদকের সূচনা বা প্রবেশ পথ হচ্ছে ধুমপান। তাই আমাদেরকে ধুমপান বর্জন করতে হবে। ধূমপানে শুধু নিজের ক্ষতি নয় তার আশেপাশের লোকজনও সে ধোঁয়া গ্রহণ করে মারাত্মক রোগে আক্রান্ত হয় এবং অকালে মৃত্যু ঘটে। ১৮ বছরের নিচের কোন ব্যক্তির নিকট যেন এই তামাকজাত দ্রব বিক্রি করা না হয়। পাবলিক প্লেস ও পরিবহণে ধুমপান থেকে বিরত থাকতে হবে। এজন্য সরকার জরিমানা ঘোষনা করেছে। শুধু সরকারের একার পক্ষে নয়, সকল জনগণকে এগিয়ে আসতে হবে এই ধুমপান থেকে দেশকে মুক্ত করতে হলে। অনুষ্ঠান শেষে বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরষ্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *