আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (৩ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে গজারিয়া উপজেলার চর রমজানবেগ গ্রাম সংলগ্ন মেঘনা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মেঘনা নদীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাসঙ্গিক, শারীরিক অবয়ব দেখে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত নিহত ব্যক্তির বয়স ৫০ বছরের কাছাকাছি।