পোস্তগোলার বুড়িগঙ্গা-১ সেতুর সংস্কার শুরু হয়েছে

স্টাফ:পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুর সংস্কার শুরু হয়েছে। চলবে আগামী মার্চ পর্যন্ত। এর মধ্যে, হালকা যানবাহনকে ২৪ ২৬ ফেব্রুয়ারি এবং , মার্চ মোট দিন, আর ভারি যানবাহনকে আজ থেকে মার্চ পর্যন্ত মোট ১৬ দিন বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে সড়ক জনপথ বিভাগ তাই সেতু দিয়ে আজ থেকে ভারি যানবাহন চলাচল বন্ধ রেখে বিকল্প রুটে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। মেরামত শুরু হলেও বাস, মাইক্রো কারসহ সব ধরণের হালকা যানবাহন এখনো চালু রয়েছে সেতুতে তবে, সড়ক জনপথ বিভাগের দেয়া গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গার্ডার কংক্রিটিং লোড টেস্টের জন্য হালকা যানবাহনসহ সব যান ২৪ ২৬ ফেব্রুয়ারি এবং , মার্চ মোট দিন বন্ধ থাকবে। নৌ পথের সঙ্কেত দিয়ে চিহ্নিত এলাকা ছাড়া নৌযান চলাচল স্বাভাবিক থাকবে বুড়িগঙ্গা সেতু মেরামত প্রকল্পের প্রকৌশলী মো. রফিক বলেন, এই সেতু মেরামতের সময় পদ্মা সেতুসহ অন্যান্য সেতুতে যান পারাপার স্বাভাবিক থাকবে। সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাসেম মো. নাহিন রেজা বলেন, সদরঘাটের কাছে মর্নিং বার্ড ডুবে ৩৪ জন মৃত্যুর ঘটনায় সেতুর নিচ দিয়ে যাবার সময় বিআইডব্লিউটি উদ্ধারকারী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গার্ডার মেরামত জরুরি ছিল তাই রুটিন সংস্কারের পাশাপাশি বিশেষজ্ঞ মতামতকে প্রাধান্য দিয়ে সেতুর সংস্কার হচ্ছে আধুনিক প্রক্রিয়ায়। চীনা কারিগরি সহায়তায় ৭২৫ মিটার দীর্ঘ সেতুটি চালু হয় ১৯৮৯ সালে। ১৬ দিনের মেরামত কাজ শেষে আগামী মার্চ রাত ১২টার পর আবারও সেতুটি সব ধরণের যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। ২০২০ সালের ২৯ জুন উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আঘাতে সেতুর ১০ নম্বর স্প্যানের দুটি গার্ডার ক্ষতিগ্রস্ত হয়। আর এটি মেরামতে ব্যয় হচ্ছে প্রায় কোটি টাকা। ভারি যানবাহনের ক্ষেত্রে ২২ ফেব্রুয়ারি থেকে মার্চ ১৬ দিন এই সেতু ব্যবহার বন্ধ থাকবে। সময় যাত্রাবাড়ি থেকে ছেড়ে আসা যানগুলো ধোৱাইপাড় বাসস্ট্যান্ড বাবু বাজার সেতু হয়ে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু ব্যবহার করবে। গাবতলি থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী যানবহন পাটুরিয়া দৌলোদিয়া ফেরি ব্যবহার করবে। দেশের পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহন চাঁদপুর শরিয়তপুর ফেরি ব্যবহার করবে। আর দেশের উত্তরাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চরগামী যানবাজন বঙ্গবন্ধু সেতু ব্যবহার করবে। হালকা যানবাহন ২৪, ২৬ ফেব্রুয়ারি এবং , , মার্চ দিন বিকল্প পথে চলবে পদ্মা সেতু হতে নারায়ণগঞ্জ চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর, মুন্সীগঞ্জ, মুক্তারপুর সেতু, তৃতীয় শীতলক্ষ্যা সেতু, মদনপুর হয়ে যাতায়াত করবে। সিলেট চট্টগ্রাম হতে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর হতে তৃতীয় শীতলক্ষ্যা সেতুমুক্তারপুর হয়ে শ্রীনগর দিয়ে পদ্মা দিয়ে যাতায়াত করবে। আর পদ্মা সেতু থেকে ঢাকাগামী হালকা যানবাহন শ্রীনগরদোহারনবাবগঞ্জকেরানীগঞ্জ সড়ক, তুরাগরোহিতপুর, আব্দুল্লাহপুররাজাবাড়ি বাজারকোনা খোলা মোড়বছিলা সেতুমোহাম্মপুর সড়ক ব্যবহার করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *