পুলিশের চাকরি পেয়েছেন হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ৩৬ জন

স্টাফ:  মুন্সীগঞ্জে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়েছেন হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ৩৬ জন। কোন প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া চাকরি পেয়ে খুশিতে আত্মহারা এসব তরুণ-তরুণী।
আজ শনিবার (২৩ মার্চ) বিকেল ৫ টায় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল সেটে রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান পিপিএম।
 এতে ৩৬ জন উত্তীর্ণ হয়। এরমধ্যে চারজন নারী বাকী ৩২ জন পুরুষ পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য: মুন্সীগঞ্জে ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৯৭ আবেদন করেছিলো। ২৮১ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ লিখিত পরীক্ষায় পাশ করেন। এরমধ্যে মৌখিক (ভাইভা) ৩৬ জন সর্বোচ্চ নম্বর পেয়ে চুড়ান্ত নির্বাচিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান পিপিএম তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।
এছাড়াও টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত অন্যান্য সদস্যদ্বয়সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *