আগামীকাল থেকে শুরু হচ্ছে একমি দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ, মুন্সীগঞ্জ

সংবাদ সম্মেলন

কাজী বিপ্লব হাসান মুন্সীগঞ্জে একমি দ্বিতীয় বিভাগ ক্রিকেটে লীগ- ২০২৪ আগামীকাল হতে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আজ ৩০শে মার্চ সকাল ১১:০০ ঘটিকায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা ক্রীড়া সংস্থা। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু জাফর রিপন বিপিএএ। উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, জেলা ক্রীড়া সংস্থার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ আয়নাল হক স্বপন ও গোলাম সারোয়ার ফারুক। উক্ত সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাসির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, রিপোটার্স ইউটিনিট ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দিপু, রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক আবু সায়েদ সোহান, মামুনুল রশিদ খোকা, মোর্শেদ মাহবুব, মাহবুবুর রহমান, নজরুল হাসান ছোটন সহ জেলার সিনিয়র সাংবাদিকগন ও ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ৪০ জন সংবাদ কর্মী উপস্থিত ছিলেন। সভাপতি সংবাদ সম্মেলনে বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের জবাব তুলে ধরেন। এবং সকলকে খেলার সংবাদ প্রচার করার জন্য আহ্বান জানান। আগামীকাল ৩১শে মার্চ সকাল ০৯:০০ ঘটিকায় এই স্টেডিয়ামে উক্ত ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৭ টি টিম উক্ত খেলায় অংশগ্রহন করবে। ক- গ্রুপে এ্যামেচার ক্রীড়া একাডেমী, লিজেন্ড অব মুন্সীগঞ্জ ও প্রগতি সংঘ এবং খ- গ্রুপে নবযাত্রী ক্লাব, স্বপ্ননীড় ক্রীড়া একাডেমী, গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার ও আজাদ স্পোটিং ক্লাব মাঠে খেলবে। প্রতিটি টিমকে জেলা ক্রীড়া সংস্থা হতে ২০,০০০/- হাজার টাকা করে দেওয়া হয়েছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন, মুন্সীগঞ্জ জেলা অনেক আগে থেকেই খেলাধুলায় পারদর্শী ছিলো। সেই তখনই এই জেলার ছেলে ব্রজেন দাস সাঁতারে ইংলিশ চ্যানেল পারি দিয়েছে। এই জেলার সন্তান পূর্ব পাকিস্তান আমলে জাতীয় ফুটবল দলে খেলেছে। তাই আমরা আমাদের সন্তাদের উৎসাহ দিব খেলাধুলার প্রতি আগ্রহী হতে। এতে এই প্রজন্ম মাদকের মতো নেশা থেকে বেরিয়ে এসেও খেলাধুলায় আগ্রহী হবে এবং মুন্সীগঞ্জের সন্তান হিসেবে ক্রীড়া জগৎকে উজ্জল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *