ভূমি অফিসের দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

তুষার আহাম্মেদ –  মুন্সীগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কয়েক জনের বিভিন্ন দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দুইজন ভোক্তভোগী।
বুধবার (১৭এপ্রিল) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এতে সদর উপজেলা ভূমি অফিসের সাবেক সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, কানুনগো নাজির আহমেদ, সার্ভেয়ার নূরে আলম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থের বিনিময় নামজারি, আদালতের রায় উপেক্ষা সহ দুর্নীতির অভিযোগ করেন।
এক ভোক্তভোগী শাহ মো: আব্দুল বারি জানান, সদর উপজেলার কালিঞ্জিপাড়া মৌজার পারিবারিক ৬৬ শতক জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। কিন্তু সদরের সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা আদালত উপেক্ষা করে বিদায়ের আগে দেড় কোটি টাকা মূল্যের সে জমি অর্থের বিনিময়ে অন্যের নামে নামজারি করে দিয়েছেন। পরবর্তীতে নতুন এসিল্যান্ডের কাছে গেলে জানতে পারে আগের এসিল্যান্ড এ অপকর্ম করেছেন। এতে আর্থিক ক্ষয়ক্ষতির সাথে পারিবারিক সম্পত্তি হাতছাড়ার পথে।
আবুল বাশার শাহ-আলম অপর ভুক্তভোগী জানান, বিগত অনেক বছর ধরে আমার জমি নিয়ে মামলা চলমান। জায়গা আমার নামে, কাগজপত্রও আমার অনুকূলে। তাই আগের দুই এসিল্যান্ড অন্য কারো নামে নামজারি করে দিতে পারেনি। কিন্তু কানুনগো ও সার্ভেয়ার কারনে গত এসিল্যান্ড আমার সে জায়গা অন্যের নামে দিয়ে দিয়েছে। আমার জায়গা তাই হাতছাড়া হয়ে যাচ্ছে।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন ও সুষ্ঠ বিচারের দাবি জানান ভোক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *