বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে বিআরটিএর চেয়ারম্যান স্বয়ং অভিযানে
স্টাফ: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগেরর ষোলঘরে আকষ্মিক অভিযান পরিচালনা করেছে বিআরটিএ। আজ সোমবার সকাল ১১. টা হতে এই অভিযান চালায়। এ সময় স্পীডগান দিয়ে অতিরিক্ত গতির যানবাহন সনাক্ত করে জরিমানার আওতায় আনা হয়। অভিযানে ১১ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বেপরোয়া গতিতে চলছে যানবাহন, হচ্ছে দুর্ঘটনা। তাই মাঠে নেমেছেন বিআরটিএ চেয়ারম্যান। তিনি বলেন, অতিরিক্ত গতি ছাড়াও ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে মাঠে নেমেছেন বিআরটিএ। তিনি বলেন, পদ্মা সেতু ঘিরে বিশ্বমানের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে অনবরত যানবাহন চলাচল করছে। তবে নির্ধারিত ৮০ কিলোমিটার গতি মানছে অনেক যানবাহন। সড়ক দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতি ছাড়াও ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত।
সংশ্লিষ্টরা বলেন, ২০২২ সালের পয়লা জুলাই থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত এই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৫২৫টি দুর্ঘটনা ঘটেছে। ১০০ কিলোমিটারেরও বেশি গতিতে যান চলাচল করছে অহরহ। তাই ১০ মিনিটেই প্রাইভেট কার, মাইক্রো ও বাসসহ ৭ যানবাহন সনাক্ত করা হয়। তারা সবাই অতিরিক্ত গতির কথা স্বীকার করেন। তবে নির্ধারিত গতির ব্যাপারে আরও সতর্কতামূলক সাইনবোর্ড প্রদর্শনের দাবি তাদের। তবে দুর্ঘটনারোধে গতি ছাড়াও অন্যান্য কারণগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহনের দাবি তাদের। যাতে ট্রাফিক আইন মেনে চলে, সেই লক্ষ্যেই জরিমানা করা হয়।