কাজী বিপ্লব হাসান : “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টি গুনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে ৯ মে থেকে ১৫ মে ২০২৪ পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। আজ ১৬ মে ২০২৪ জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে পুষ্টি সপ্তাহের সমাপনী সভা ও পুরষ্কার প্রদান করা হয়। জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়ানে উক্ত সভা অনুষ্ঠিত হয়। খাবারের সঙ্গে পুষ্টির সম্পর্ক কী, এ বিষয়ে আমাদের নজর রাখতে হবে। সুষম খাদ্য খেতে হবে স্বাস্থ্য ভাল রাখার জন্য। মাছ মাংশ, ডিম, দুধ এ জাতীয় খাবার খেতে হবে, ফাস্টফুড বর্জন করতে হবে। ফাস্টফুডে শরীরের স্থুলতা বেরে যায়। শরীর মোটা হয়ে ঝিমিয়ে পড়ে। একটু কাজেই হাপিয়ে উঠে তারা। এ সম্পর্কে সমাপনী সভায় আলোচনা করা হয়। পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪ জন প্রতিযোগি বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন সভাপ্রধান জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মল্লিকা সরকার ও ডা. জসিম উদ্দিন ভুইয়া।