জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ঢাকা বিভাগের প্রথম স্থানে রয়েছে মুন্সীগঞ্জ জেলা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ঢাকা বিভাগের প্রথম স্থানে রয়েছে মুন্সীগঞ্জ জেলা।
কাজী বিপ্লব হাসান: দেশ স্বাধীনের পর অপুষ্টিজনিত কারণে শিশুদের মাঝে রাতকানা রোগের হার ৪.১০ শতাংশ ছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে অন্ধত্ব থেকে বাঁচাতে ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু করেন। পরবর্তীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখার ফলে বর্তমানে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় নাই বললেই চলে।
শনিবার: ১লা জুন ২০২৪ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর আওতায় প্রথম পর্যায়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হচ্ছে। এ বছর ২০২৪ সালে মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় ৬-১১ মাস বয়সী লক্ষমাত্রা শিশুর সংখ্যা ২৬,৩৫৭ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১,৯১,৯১৩ জন। মুন্সীগঞ্জ জেলা স্থায়ী কেন্দ্র ৬টি, অস্থায়ী কেন্দ্র ১,৬০৬টি, ভ্রাম্যমান কেন্দ্র ২৩টি সহ সর্বমোট ১,৬৩৫টি কেন্দ্র। ১৫০ জন পরিবার কল্যান সহকারী, এফডাবিøউএ ২২১ জন, সিএইচসিপি ১১৭ জন এবং স্বেচ্ছাসেবক ৩২৭০ জন বাচ্চাদের এই টিকা খাওয়ানে হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *