হ্যাঁ আমরাই যক্ষা নিমুল করতে পারি
কাজী বিপ্লব হাসান :
“ণবং, ডব পধহ বহফ ঞই! হ্যাঁ আমরাই যক্ষা নিমুল করতে পারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে যক্ষা রোগ প্রতিযোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এক ‘মত বিনিময় সভা’ হয়েছে। আফতাব কমপ্লেক্স এর সিক্রেট টেস্ট রেস্টুরেন্টে ৪ঠা জুন দুপুর ১২টায় এই সভা হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ কমিটি মুন্সীগঞ্জ শাখার আয়োজনে মুন্সীগঞ্জ সাংবাদিক সমাজকে নিয়ে এই সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের সিনিয়র ডাক্তার ডা. মামুন নেওয়াজ। জেলা নাটাবের সাধরণ সম্পাদক এড. লাবলু মোল্লার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জল, রেনেসা ডায়গনেস্টিক সেন্টারের সত্তাধিকারি আক্কাস আলী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাসির উদ্দিন জুয়েল। এছাড়া মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গণ সভায় উপস্থিত ছিলেন। সভাতে প্রধান অতিথি বলেন, যক্ষা একটি জীবানু গঠিত সংক্রমন রোগ। সবার শরীরেই এই জীবানু বহন করে। কিন্তুু যখন জীবানুটি গাঢ় আকার ধারণ করে, তখনই শরীরে এই রোগটি ধরা পড়ে। সরকারি উদ্যোগে এই রোগ প্রতিরোধের ব্যবস্থ করা হয়েছে। তবে সকল জনগণকেই এই রোগ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে প্রতিবছর ৩৬ হাজার লোক এই রোগে মারা যায়। বর্তমানে এর সংখ্যা অনেক কমে এসেছে। ২০৩৫ সালের মধ্যে যক্ষা মুক্ত সমাজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। এই জন্য সকলকে এগিয়ে আসতে হবে। একজন সাংবাদিকের কাজ হলো তিনি প্রকাশ ও প্রচারনার মাধ্যমে সকলকে যক্ষা রোগের ভয়াবহতা এবং এই রোগ হতে রক্ষা পাওয়ার জন্য সকলকে সচেতন করে তুলা। রোগের নমুনা ধরা পড়লেই ডাক্তারে পরামর্শ নেওয়া এবং সে অনুযায়ী চলা। তামাক জাতীয় নেশা দ্রব্য থেকে সকলকে সচেতন করতে হবে।