মুন্সীগঞ্জে অনুর্ধ্ব- ১৫ সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

মুন্সীগঞ্জে অনুর্ধ্ব- ১৫ সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
কাজী বিপ্লব হাসান: সাঁতার একটি উত্তম ব্যায়াম। বয়োসন্ধিকালীন শিশু কিশোরদের দেহের উচ্চতা ও বিকাশের সঙ্গে সাঁতারের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই শিশু কিশোরদের সাঁতার শেখা অতীব জরুরী। এছাড়া জল পথে চলার সময়ও সাঁতার জানাটা সবার জন্য আবশ্যক। এজন্য সরকার প্রতিটি জেলাতেই শিশু কিশোরদের জন্য সাঁতার শেখার আহŸান জানিয়েছেন। সরকারের এ উদ্যোগেই ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় মুন্সীগঞ্জে অনুর্র্ধ্ব- ১৫ বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ এবং সাঁতার প্রশিক্ষনের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আজ ১০ই জুন, সকাল ১১:০০ ঘটিকায় মুন্সীগঞ্জ সুইমিংপুলে এ

প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উক্ত সাঁতার প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুজাফর রিপন বিপিএএ। জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা আসলাম মোল্লা, জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোস্তফা মহসিন। এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রীগণ এবং ক্রীড়ামোদি জনগনও সুইমিংপুলে উপস্থিত ছিলেন। চারটি ইভেন্টে ছেলে ও মেয়েদের মোট ৮টি সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। জেলার ১৪টি স্কুল এই প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। মুক্ত সাঁতার প্রতিযোগীতায় ছেলেদের মধ্যে ১ম হয়েছে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মিহাদ মিজি, ২য় হয়েছে বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের সাইফি ইসলাম, ৩য় হয়েছে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের বারেক শেখ। এবং মেয়েদের মধ্যে ১ম হয়েছে রণছ্ উচ্চ বিদ্যালয়ের আফসানা আক্তার ফাতেমা, ২য় হয়েছে বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের সামিয়া আক্তার ও ৩য় হয়েছে ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের তানিছা আক্তার। প্রজাপতি সাঁতার প্রতিযোগীতায় ছেলেদের মধ্যে ১ম হয়েছে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জিসান মিজি, ২য় হয়েছে বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের মাহিম হোসেন, ৩য় হয়েছে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সাইমন হোসেন। এবং মেয়েদের মধ্যে ১ম হয়েছে ফুলতলা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের আরিফা আক্তার, ২য় হয়েছে ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের হাবিবা আক্তার ও ৩য় হয়েছে বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের সিনহা মনি। চিত সাঁতার প্রতিযোগীতায় ছলেদের মধ্যে ১ম হয়েছে বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের সাইফি ইসলাম, ২য় হয়েছে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের

মিহাদ মিজি ও ৩য় হয়েছে ভবানিপুর উচ্চ বিদ্যালয়ের সালমান খান। এবং মেয়েদের মধ্যে ১ম হয়েছে মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের আফসানা আক্তার, ২য় হয়েছে বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের সামিয়া আক্তার ও ৩য় হয়েছে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ইমনা আক্তার। বুক সাঁতার প্রতিযোগীতায় ছেলেদের মধ্যে ১ম হয়েছে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জিসান মিজি, ২য় হয়েছে বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের আবু বক্কর সিদ্দিকী ও ৩য় বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের হাসান বেপারী। এবং মেয়েদের মধ্যে ১ম হয়েছে ফুলতলা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের আরিফা অক্তার, ২য় হয়েছে বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয়ের সিনহা মনি ও ৩য় হয়েছে মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের জাকিয়া আক্তার। এক মাস ব্যাপি বালক বালিকাদের প্রশিক্ষনের পর এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাঁতারের প্রশিক্ষক ছিলেন আব্দুল হাকিম। সাঁতার প্রতিযোগীতা প্রতিযোগীদের হাতে পুরষ্কার ও প্রশিক্ষনের সণদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবুজাফর রিপন বিপিএএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *