আন্তঃজেলা ডাকাত দলের ০৩ (তিন) সদস্য গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার।গত ০৮/১২/২০২৩ তারিখ অনুমান রাত ০২.৫৫ইং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজিকান্দি গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেগনা-গোমতি সেতুর উপর ৬/৭ জন সংঘবদ্ধ ডাকাত দল অত্র মামলার বাদী একজন প্রবাসী জনাব উসমান এবং তাহার ব্যবহৃত একটি প্রাইভেটকার আটক করে ডাকাতির ঘটনা ঘটায়। এই সংক্রান্তে গজারিয়া থানার মামলা নং-০৮, তারিখ-১৩/১২/২০২৩ খ্রিষ্টাব্দ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তভার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ রফিক বিপিএম এর উপর অর্পন করা হয়। পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অপস্ এন্ড ক্রাইম এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর নেতৃত্বে এস আই (নিঃ) রফিক বিপিএম, এসআই (নিঃ) ফয়সাল হাওলাদার পিপিএম ও এসআই (নিঃ) রেজাউল করিম সহ জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও পরিপার্শ্বিক সাক্ষ্য প্রমানের ভিত্তিতে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ডিএমপি, ঢাকা জেলায় অভিযান পরিচালনা করিয়া গত ২৫/০৬/২০২৪ খ্রিষ্টাব্দ ডাকাত মোঃ শরীফ সরকার (২৬) কে নারায়নগঞ্জ জেলার দক্ষিন কাঁচপুর এলাকা থেকে ধৃত করেন। পরবর্তীতে ডাকাত শরীফ সরকার (২৬) এর দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত মোঃ রানা (২৬) ও মোঃ সাজেদ আলম (২১) দ্বয় কে ধৃত করেন। উক্ত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহদের দখল হতে ডাকাতির ঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, ০২ (দুটি) হেলমেট, ০১ (একটি) চাকু, ০১ (একটি) চাপাতি, ডাকাতির ঘটনায় লুন্ঠিত একটি স্বর্নের চেইন ও একটি আই ফোন এবং একটি সিম্পনি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত ডাকাতদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তাহারা আন্তঃজেলা সংঘবন্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাহারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উবার চালক সেজে যে সব গাড়িতে প্রবাসীরা যাতায়ত করে ঐসব গাড়ি টার্গেট করিয়া ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকে। ইতোমধ্যে তাহারা একাধিকবার গ্রেফতার ও হয়েছে। তাহাদের নামে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রহিয়াছে। গত ০৮/১২/২০২৩ তারিখ অনুমান রাত ০২.৩০ইং ঘটিকার সময় তাহারা ডাকাতি করার জন্য দুটি মোটরসাইকেলে মোট ০৬ (ছয়) জন ডাকাত সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিল। উক্ত ডাকাতেরা গজারিয়া থানার বালুয়াকান্দি থেকে উক্ত প্রাইভেটকারের পিছনে পিছনে যায়। অত্র মামলার বাদী প্রবাসী জনাব উসমান তাহার ভাড়াকৃত প্রাইভেটকার যোগে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া ফরাজিকান্দি গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা- গোমতি সেতুর উপর পৌঁছাইলে পূব থেকে ওঁৎ পেতে থাকা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য মোঃ শরিফ সরকার (২৬) ও ডাকাত জাহিদদ্বয় তাহাদের মোটর সাইকেলে অন্যান্য ডাকাতদের নিয়ে ঐ প্রাইভেটকার গাড়িটিকে সামনে থেকে বেরিকেট দেয়। শরিফ সরকার মোটর সাইকেল থেকে নেমে চালকের পাশে গিয়ে গাড়ির ড্রাইবার এর নিকট থেকে গাড়ির চাবি নিয়ে নেয়। পরে ডাকাত সাজেদ আলম একটি চাপাতি ও ডাকাত মোঃ রানা একটি চাকু এবং ডাকাত জাহিদ একটি ছোরা বের করে অন্যান্য ডাকাত মিলে বাদী, সাক্ষী ও ড্রাইভারকে জিম্মি করে ভীতি প্রদর্শন করিয়া উক্ত প্রাইভেটকারের ভিতর থেকে চালকসহ তাদের সকলের কাছে থাকা সকল মোবাইল ফোন, স্বর্ণলংকার ও একটি লাগেজ নিয়ে তাদের ছেড়ে দেয়। উল্লেখ্য যে, ডাকাত মোঃ শরীফ সরকার (২৬) এর নামে ০২টি ডাকাতি মামলা এবং ডাকাত মোঃ রানা (২৬) এর নামে ০১টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ০১টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীঃ-
১। মোঃ সাজেদ আলম (২১) ২। মোঃ শরীফ সরকার (২৬) ৩। মোঃ রানা (২৬)
ডাকাতির ঘটনায় লুন্ঠিত আসামীদের দখল হইতে উদ্ধারকৃত আলামতঃ-
১। একটি আইফোন ও একাট সিম্ফনি মোবাইল ফোন ২। একটি স্বর্ণের চেইন ৩। ডাকাতের কাজে ব্যবহৃত একটি নীল রঙের এপাচি rtr মোটরসাইকেল ৪। ডাকাতের কাজে ব্যবহৃত দুটি হেলমেট৫। ডাকাতি কাজে ব্যবহৃত একটি চাক ৬। ডাকাতি কাজে ব্যবহৃত একটি চাপাতি ৭। ডাকাতি কাজে ব্যবহৃত একটি ছোরা