ঈদে মিলাদুন্নবী: মুন্সীগঞ্জে দাওয়াতে ইসলামী’র জুলুস অনুষ্ঠিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’কে স্বাগত জানিয়ে জুলুস বের করেছে দাওয়াতে ইসলামী বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখা।শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে জেলা শহরের পশ্চিম দেওভোগের আ’লা হযরত রোডের মাদরাসাতুল মদিনা থেকে এ জুলুস বের হয়। পরে জুলুস’টি পুলিশ সুপার অফিসের সামনে দিয়ে, পতাকা একাত্তর, পুরাতন কাচারি, প্রেসক্লাব ,সুপার মার্কেট, সদর হাসপাতাল হয়ে পুনরায় মাদ্রাসায় গিয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
জুলুসপূর্ব আলোচনায় জেলা সভাপতি মুহাম্মদ  মনোয়ার আত্তারি মাদানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও যোগাযোগ বিভাগ জিম্মাদার মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম মুজাদ্দেদী।
জুলুসে বক্তারা বলেন, মহান আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরা ইউনুস এর ৫৮ নাম্বার আয়াতে এরশাদ করেন, “হে রসুল আপনি বলুন আল্লাহর রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন কর, আর তা তোমাদের সকল ধন সম্পদ অপেক্ষা উত্তম”। আল্লাহ পাকের  নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় কোন নেয়ামত আল্লাহর সৃষ্টির মাঝে নেই কেননা আল্লাহ পাক  কোরআনের সুরা আম্বিয়ার ১০৭ নাম্বার আয়াতে এরশাদ  করেন, “হে মাহবুব নিশ্চয়ই আমি আপনাকে সমগ্ৰ জগতের জন্য  রহমত হিসেবে পাঠিয়েছি”,  তাই আল্লাহ পাকের  নির্দেশিত রহমত প্রাপ্তির খুশি হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা।
তারা বলেন, কেননা স্বয়ং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রতি সোমবার  রোজা রাখতেন সাহাবায়ে কেরাম আলাইহি হিমুর রিদওয়ান  জিজ্ঞাসা করলেন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন “নিশ্চয়ই আল্লাহ পাক এই দিনে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং কোরআন দান করেছেন”। আমরা উক্ত হাদিস থেকে জানলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে নয় বরং প্রতি সপ্তাহে নিজের জন্মদিন তথা মিলাদ রোজা রাখার মাধ্যমে উদযাপন করেছেন।
বক্তরা আরও বলেন, আসুন আমরাও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, নফল রোজা, নামাজ, দান সদকাকরি, মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেই এবং মিলাদুন্নবীর শান্তির বার্তাকে সর্বত্র পৌঁছে দেই।
এতে উপস্তিত ছিলেন আলহাজ্ব আব্দুল মতিন সরদার, আরিফুজ্জামান (দিদার), মাওলানা হুসাইন আহমাদ কাদেরী, মাওলানা ওমর ফারুক আত্তারী, মুহাম্মদ ইউনূস ভুইয়া আত্তারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *