সমন্বয়কারীসারজিসআলমেরমুন্সীগঞ্জেমতবিনিময়সভা

কাজী বিপ্লব হাসান:  তুনকর্মসূচি ঘোষণাকরেছে বৈষম্যবিরোধীছাত্র আন্দোলন। এ কর্মসূচিরবিষয়টিজানিয়েছেনঅন্যতমসমন্বয়কসারজিসআলম। মুন্সীগঞ্জ জেলাদিয়ে বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনেরবিভাগীয় ও জেলাপর্যায়ের সফর শুরুহয়েছেআজ রোববার৮ ই সেপ্টেম্বর। শনিবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুকঅ্যাকাউন্টে এক পোস্টে বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনেরঅন্যতমসমন্বয়কসারজিসআলম এ তথ্য জানান। সারজিসনিজ ফেসবুক পেজে লেখেন, রোববার থেকে শুরুহচ্ছে বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনেরবিভাগীয় ও জেলাপর্যায়ের সফর। তিনিবলেন, যেখানেআমাদের একটিসমন্বয়কটিম প্রত্যেকটি জেলারঅভ্যুত্থানঘটানোছাত্র-জনতার সাথে মতবিনিময়সভায়অংশগ্রহণকরবে। এ সমন্বয়কবলেন, ঢাকাবিভাগীয়সফরেরপ্রথম জেলাহিসেবে রোববারমুন্সীগঞ্জেমতবিনিময়সভাঅনুষ্ঠিতহয়েছে। সরকারি হরগঙ্গা কলেজেরমাঠ প্রাঙ্গণে বিকাল ৩ ঘটিকায়মতবিনিময়সভাঅনুষ্ঠিতহয়। রক্তের বন্ধনে আবদ্ধ ছাত্র-জনতার সাথে রোববারসকলের সঙ্গে তার দেখাহয়েছে। দিনব্যাপী এই সফরে স্থানীয়সমন্বয়কদের সাথে মিটিং, শহীদ পরিবার ও গুরুতরআহতদের সাথে দেখাকরেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে মতবিনিময়করেন। মুন্সীগঞ্জেরসন্তান বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনেরশিক্ষার্থী আরাফাতপ্রিতমজানান, সরকারি হরগঙ্গা কলেজমাঠেরমতবিনিময়ে বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনেরঅন্যতমসমন্বয়কসারজিসআলমছাড়াও অংশ নিয়েছেন কেন্দ্রীয়সমন্বয়ক ও জাতীয়বিশ্ববিদ্যালয়েরসমন্বয়কমুন্সীগঞ্জেরকৃতিসন্তানইব্রাহিমনিরব। জনাবপ্রিতমবলেন, এছাড়াআরও দুজন কেন্দ্রীয়সমন্বয়কএবংঢাকাবিশ্ববিদ্যালয়েরশিক্ষার্থী অয়নভাই ও মমআপু এই মতবিনিময়েএসেছেন। বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনেরঅন্যতমসমন্বয়কহাসনাতআবদুল্লাহরবিবারচট্টগ্রামে দুটিমতবিনিময়সভাকরছেন। ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময়নিয়েপ্রথমসভাটিচট্টগ্রামবিশ্ববিদ্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিতহয়েছে।একইদিনে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময়নিয়েদ্বিতীয়সভাটিচট্টগ্রামেরঐতিহাসিকলালদিঘিরময়দানেবিকেল ৩টায় অনুষ্ঠিতহয়েছে। এরআগেবুধবার০৪ সেপ্টেম্বর দুপুরেটিএসসিতেআয়োজিতসংবাদ সম্মেলনেএমনকর্মসূচিরপরিকল্পনারকথাজানিয়েছিলেন বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনের কেন্দ্রীয়সমন্বয়কসারজিসআলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *