মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (স.) জশনে জুলুস পালন উপলক্ষে মতবিনিময় সভা

ভয়েস অনলাইন  :পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) জশনে জুলুস উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক শফিউদ্দিন আহাম্মেদ মিলনায়তনে এ সভার আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে সারাদেশে মিলাদ, সেমিনার, সিম্পোজিয়াম, কেরাত, হামদ-নাত, রচনা প্রতিযোগিতা, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, গরীব-দুঃখীদের আপ্যায়ন, জশনে জুলুসসহ সকল আয়োজনকে নির্বিঘ্নে ও যথাযথভাবে পালন নিশ্চিত করাসহ ৯ দফা দাবি উপস্থাপন করেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মুজাদ্দেদী। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন সরদার, নির্বাহী সভাপতি মোঃ আওলাদ হোসেন মুজাদ্দেদী, সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সহ-সভাপতি আরিফুজ্জামান (দিদার), হাফেজ মাওলানা জামাল উদ্দিন আল কাদেরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ মুঈন উদ্দিন আল কাদেরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ জাহাঙ্গীর হোসাইন আল কাদেরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক, কোষাধ্যক্ষ মোঃ ইউনুস আল আত্তারী, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ইমান হোসাইন, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা শাহাদাৎ হোসাইন। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর মুজাদ্দেদী, মোঃ জাহিদ, মোঃ আয়াত আলী, মাওলানা মোঃ আব্দুর রহমান, মাওলানা মোস্তাক আহমদ, মোঃ আমিনুল ইসলাম, মাওলানা মোঃ ফয়সাল আহমদ, মাওলানা মানছুর আহমদ মুজাদ্দেদী ও মোঃ লিটন মিয়াসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *