শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ে মত বিনিময়

আবু সাঈদ দেওয়ান সৌরভ:শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, দাতা সদস্য, অভিভাবক সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ শে নভেম্বর) সকাল থেকে মধ্যাহ্য পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক গোলাম জিলানীর সঞ্চালনায় প্রধান শিক্ষক জালাল উদ্দীনের সভাপত্বিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, মরতুজ আলী, সাংবাদিক আবু সাঈদ দেওয়ান সৌরভ, আনোয়ার হোসেন আনু, মিজানুর রহমান, মফিজুল ইসলাম যাদু, ডা: ইব্রাহিম দেওয়ান, সাইদুল ইসলাম খোকন, রাজ মল্লিক, জুলহাস মাদবর ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং অভিভাবক সদস্যগণ ও মিরকাদীম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী শাসনামলে শুধু মাত্র শহীদ জিয়াউর রহমানের নামের কারনে বিদ্যালয়টি অবহেলিত হয়েছে। বিদ্যালয়ের ভঙ্গুর অবস্থা ও পরিবেশের কারনে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হয়েছে। অথচ এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রশংসনীয়। এ বিদ্যালয়ের নিজস্ব জমি দখল করে নিয়ে যাওয়া হয়েছে। এ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।
এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নে নানা রকম পরামর্শ প্রদান করেন।
বিদ্যালয়ের ও শিক্ষার্থীদের উন্নয়ন ও শিক্ষার যথাযথ পরিবেশ সৃষ্টিতে পর্যায়ক্রমে উপস্থিত সকলের কাছ থেকেই মতামত ও পরামর্শ গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *