কাজী আনসার: ০৮/১২/২০২৪ তারিখ বিকাল চারটা থেকে সাড়ে পাচটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ সদরের শহর বাজার, তেলের পাম্প বাজার ও গনকপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।
বিভিন্ন দোকানের সয়াবিন তেলের সরবরাহ ও মজুদ যাচাই করা হয়। এম আর পি মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করবার নির্দেশনা দেয়া হয়।
তেলের পাম্প এলাকায় সাইদ স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে। দোকানটিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গনকপাড়া বাজারে খন্দকার স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, দোকানে পন্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকানটিকে পাচশত টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব গাজী মোহাম্মদ আমিন ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম।