জাপান চাঁদে বসতি গড়তে কাজ শুরু করছে

সংগ্রাম অনলাইন: জাপান গবেষণা শুরু করেছে চাঁদে কীভাবে বসতি গড়ে তোলা যায়। দেশটির কিয়োটো বিশ্ববিদ্যালয় ও কনস্ট্রাকশন কোম্পানি কাজিমা করপোরেশেন যৌথভাবে এই কাজ শুরু করেছে।

জাপানের গবেষকরা এখন কৃত্রিম অভিকর্ষ তৈরি করে চাঁদের মতো পরিবেশ বানাতে চাইছেন। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘নিও লুনার গ্লাস’। ২০৩০ এর দশকে এই প্রকল্প সম্পন্ন হবে বলে জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম কিওডো নিউজ।

লুনার গ্লাস কাঠামো ২০০ মিটার অঞ্চলজুড়ে থাকবে এবং ৪০০ মিটার উঁচু হবে। এখানে বাস করতে পারবে ১০ হাজার মানুষ। চলতি বছরই এই প্রকল্পের কাজ শুরু হবে।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োসুকে ইয়ামাশিকি বলেছেন, ‘এই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তিগতভাবে আমরা অনেক এগিয়ে যাবো। মহাকাশে বসতি তৈরিতে আমাদের পথ সুগম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *