উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব

উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব
নিজস্ব প্রতিবেদক: উত্তর কেওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, মুন্সিগঞ্জ এ শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। তারুণ্য মেলা উৎসবকে কেন্দ্র করে অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ এই মেলার আয়োজন করেন। মেলায় শিক্ষার্থী ও অভিভাবকগণ গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের প্রায় ২৫ ধরনের শীতকালীন পিঠা প্রদর্শন করেন। শীতকালীন পিঠা উদ্বোধন করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মইনুল ইসলাম । তিনি অভিভাবকসহ শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, শীতকালীন এ পিঠা উৎসব করার মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় বিভিন্ন পিঠার সাথে পরিচিতি লাভ করবে।

এটা বাঙালি ঐতিহ্য। এছাড়াও পিঠার উৎসব দেখে অভিভূত হন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল মোমেন মিঞা। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে পিঠা উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *