কাজী বিপ্লব হাসান:“এশো দেশ বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে তারুন্যের উৎসব- ২০২৫
শুরু হয়েছে। এই উৎসবের উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট(বালক অনুর্ধ্ব- ১৭) এবং জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট(বালিকা অনুর্ধ্ব- ১৭) এর শুভ উদ্বোধন হয়েছে। মুন্সীগঞ্জে জেলা পর্র্যায়ে এই খেলার ১৯জানুয়ারী২০২৫ শুভ উদ্বোধন হয়েছে বিকাল ৩ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে। জেলা প্রশাসন ও জেলা ক্রিড়া অফিসের আয়োজনে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাজী হুমায়ুন রশীদ, সাবেক ফুটবলার স্বপন দাশ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, জেলা ক্রিড়া সংস্থার সদস্য মনজুর মোর্শেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন জেলা ক্রিড়া অফিসার খাদিজা পারভিন। প্রধান অতিথি জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেক ছাত্র ছাত্রীকে খেলার প্রতি আগ্রহী হতে হবে। ক্রিড়া মানুষের শারীরিক এবং মানসিক প্রশান্তি ঘটায়। শিক্ষার্থীরা আজকাল মাদকের মতো নেশা জড়িয়ে পড়ছে। এর থেকে পরিত্রানের উপায় তাদের খেলাধুলার প্রতি আগ্রহীশীল করে তুলতে হবে। এতে তাদের মননশীলতা হবেঅ
আজ উদ্বোধনী দিনে মাঠে খেলতে নামে বালক অনুর্ধ্ব- ১৭ গ্রুপে শ্রিনগর উপজেলা ও টঙ্গিবাড়ি উপজেলা। এ খেলায় টঙ্গিবাড়ি উপজেলা ৬-০ গোলে শ্রিনগর উপজেলাকে হারিয়ে জয় লাভ করে। অপরদিকে বালিকা অনুর্ধ্ব- ১৭ গ্রুপে টঙ্গিবাড়ি উপজেলা ও শ্রিনগর উপজেলা মাঠে খেলতে নামে। এ খেলায় ১-০ গোলে শ্রিনগর উপজেলাকে হারিয়ে টঙ্গিবাড়ি উপজেলা জয় লাভ করে।