তীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান

কাজী : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত হচ্ছে। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা অনুষ্ঠিত ইচ্ছে। ২৬ জানুয়াারী রোববার উক্ত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান বীর শ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়ছে। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত এর সভাপতিত্বে। উক্ত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রশাসক (সার্বিক) রেজাউল করিম, স্থানীয়। সরকার বিলাসর উপ-পরিচালক মৌসুমি মাহবুব, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, । জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উক্ত ফুটবল টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তাগন ।

সমাপনী দিনে মাঠে মেয়েদের গ্রুপে খেলতে নামে মুন্সীগঞ্জ পৌরসভা ও লৌহজং উপজেলা। এই খেলাতে লৌহজং উপজেলা পেলান্টিক শটে ১-০ গোলে মুন্সীগঞ্জ পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। লৌহজং উপজেলার পক্ষে গোলটি করে সাবিহা আক্তার। ছেলেদের গ্রুপে মাঠে খেলতে নামে গজারিয়া উপজেলা ও মুন্সীগঞ্জ পৌরসভা। এই খেলাতে ট্রাইবেকারে মুন্সীগঞ্জ পৌরসভা ৭-৬ গোলে গজারিয়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন । প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। প্রধান অতিথির বক্ত্যবে শিল্প এবং গৃহায়ণ গনপূর্ত মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন বলেন, ক্রীড়া মানুষের শারীরিক এবং মানসিক প্রশান্তি ঘটায়। তাই পড়া শোনার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীকেই খেলা ধুলার প্রতি আগ্রহী হতে হবে। আজকে যে ফুটবল খেলা হলো। এতে অংশগ্রহন কারীদের কাছ থেকেই একদিন বড় হয়ে জাতীয় দলে খেলবে। এটাই তোমাদের কাছ থেকে আশা করছি। নিয়মিত খেলা ধুলার র্চচা করলে আমাদের মননশীলতা ভালো থাকবে। মনের দুঃচিন্তা দুর হয়ে যাবে। আজকে স্টেডিয়ামে অন্যান্য খেলার পুরষ্কার দেওয়া হয়।


কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয় টঙ্গিবাড়ি উপজেলা। বলিবল খেলায় চ্যাম্পিয়ন হয় লৌহজং উপজেলা। ব্যডমিন্টন খেলায় বালক একক গ্রপে চ্যাম্পিয়ন সদর উপজেলা ও দৈত গ্রপে চ্যাম্পিয়ন সদর উপজেলা । বালিকা গ্রপে চ্যাম্পিয়ন হয় সিরাজদিখান উপজেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *