তুষার আহাম্মেদ – মুন্সীগঞ্জ পৌরসভায় সাবেক দুইবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মুন্সীগঞ্জের জননেতা আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের সুস্থতা ও রোগমুক্তির কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে পৌরসভার শিলমন্দি এলাকার পালকি কমিউনিটি সেন্টারে পৌর ৪নং ওয়ার্ড শহর বিএনপি আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় শহর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. শহিদুল ইসলাম কমিশনারের উদ্যোগে বিতরণ হয়। এছাড়াও তিনি পৌরসভার অন্যান্য ওয়ার্ডে এরআগে শীতবস্ত্র বিতরণ করেছেন।
পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল কাইয়ুম মৃধা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপন মোল্লা এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. আরিফ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম, সদর থানা ছাত্রদলের সভাপতি মো. মোহসিন মিয়া, সরকারি হরগঙ্গা কলেজের ভিপি মোস্তফা হাবিব শাহরিয়ার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, বিএনপি নেতা সাহাবুদ্দিন মৃধা, শ্রমিক নেতা প্রমুখ।
শীতবস্ত্র বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে নেতাকর্মীরা সংক্ষিপ্ত আলোচনা করেন। পরে সাবেক ২ বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক ৫ বারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল হাই এবং জেলা শ্রমিকদলের নেতা আব্দুল আজিম স্বপনের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।