মুন্সীগঞ্জে কৃষিজমি থেকে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

আবু সাঈদ দেওয়ান সৌরভ,মুন্সীগঞ্জে কৃষিজমি থেকে শাহজালাল বেপারী (১৭) নামে নিখোঁজ স্কুলছাত্রের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে  মুন্সীগঞ্জ সদর উপজেলার চর বাংলাবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন দেখা গেছে।এসময় মরদেহের পাশ থেকে একটি ধারালো ছুড়ি উদ্ধার হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। আইন অনুযায়ী পরর্বতী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ, নিহত শাহজালাল বেপারি পাশ্ববর্তী টংগিবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের রাজাবাড়ির চর এলাকার আনোয়ার বেপারির ছেলে ও  দিঘীরপাড় এ.সি ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *