কাজী: ১৮/০২/২০২৫ তারিখ বিকাল চারটা থেকে পাচটা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স কর্তৃক মুন্সীগঞ্জ সদর পৌরসভার মুন্সীরহাট বাজারে অভিযান পরিচালনা করা হয়।
মেসার্স শাহজালাল স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, বিভিন্ন ব্রান্ডের সয়াবিন তেলের বোতল ভেংগে খোলা ড্রামে ঢেলে বেশি দামে বিক্রি করা হচ্ছে এবং ভোক্তাদের বলা হচ্ছে সয়াবিন তেলের বোতল নেই। এই অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: হামিদুল ইসলাম প্রতিষ্ঠান টিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আট হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া জিহাদ স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, উৎপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি বিহীন খাদ্য পণ্য দোকানে বিক্রি করা হচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ দোকান টিকে এক হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: হামিদুল ইসলাম, সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আসিফ আল আজাদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো : সামির হোসাইন সিয়াম ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।