মুন্সীগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলে রুবেল মোল্লা (৩৮) কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। সোমবার ১৭ (ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো: আলমগীর এ রায় ঘোষণা করেন। আসামি রুবেল মোল্লা শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘরা মোল্লাবাড়ি এলাকার মৃত শমসের মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি মো: হাছান ছারওয়াদী।
মামলার তথ্য সুত্রে জানা যায়, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘরা মোল্লাবাড়ি এলাকায় ২০১৭ সালে ১০ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে আসামি রুবেল মোল্লা তার মায়ের কাছে রাতের খাবার চায়। তার মায়ের দেওয়া খাবারের সন্তুষ্ট না হওয়ায় আসামি রুবেল হাতের প্লেট ছুঁড়ে ফেলে দেয়। এ সময় রুবেলের মা নুরজাহান বেগম পুনরায় তাকে খাবার দিলে আসামি রুবেল ক্ষীপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে তার মা নুরজাহান বেগম (৬৫) এর মাথায় আঘাত করে। এ সময় নুরজাহান বেগম চিৎকার করে ঘর হতে বের হয়ে উঠানে পড়ে যায়। পরে নুরজাহান বেগমকে আসামি রুবেল পুনরায় মাথায় আঘাত করে। আসামি রুবেলের হাতে থাকা বাঁশের লাঠির  আঘাতে নুরজাহান বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। পরে আশেপাশের লোকজন এসে রুবেলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনার পরের দিন নুরজাহান বেগমের অপর ছেলে আক্কাস মোল্লা (৫০) বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করে। ১৩ জন সাক্ষীর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি রুবেলকে দোষী সাব্যস্ত করে আদালত এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আরিফ হোসেন জানান, নিজের মাকে হত্যার দায়ে মামলার আসামি রুবেল মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন আদালত। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *