আবু সাঈদ দেওয়ান সৌরভ,মুন্সীগঞ্জে নিখোঁজের ২৩ দিন পর স্কুল ছাত্র রোমান শেখের মরদেহ মামলার প্রধান আসামি সিয়াম ওরফে জিহাদের বাড়ির পাশের পুকুর হতে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলার আসামী সিয়াম ওরফে জিহাদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধরা।
স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আসামি জিহাদের বাড়ির পাশের পুকুরে বস্তাবন্দি একটি লাশ দেখতে পায়। ওই বস্তাবন্দি মরদেহ হতে দূর্গদ্ধ বের হচ্ছিল। সকাল হতে স্থানীয়দের বাঁধায় পুলিশ লাশ উদ্ধার করতে পারছিলো না। পরে দুপুর পৌনে ১ টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে মরদেহ পুকুর হতে উদ্ধার করা হয়। এর আগে বিক্ষুদ্ধ জনতা নিখোঁজ ওই ছাত্রের সন্ধান চেয়ে গতকাল বুধবার সিরাজদিখান থানায় হামলা ও ভাংচুর করে।
এ বিষয়ে সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধারের পরে নিশ্চিত হওয়া গেছে এটা রোমানের মরদেহ। মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রাসঙ্গিক, গত ২১ জানুয়ারি সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হন নিখোঁজ রোমান। রোমান স্কুলে পড়ালেখার পাশাপাশি আটো গাড়ি চালাতো। পরে এ ঘটনায় ২৫ জানুয়ারি সিরাজদিখান থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে তার বাবা মিরাজ শেখ । পুলিশ ওই ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করে আটো গাড়িটি উদ্ধার হলেও রোমানের কোন হদিস পাওয়া যায়নি। ২৩ দিন পরে আজ বৃহস্পতিবার শ্রীনগর উপজেলার ছয়গাও গ্রামের বাসিন্দা সিয়ামের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল ১২ ফেব্রুয়ারি নিখোঁজ রোমানের সন্ধান দাবিতে মানববন্ধন কর্মসূচি শেষে সিরাজদিখান থানায় অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।