কাজী বিপ্লব হাসান: হিসেব বলে মানুষের হাতে পায়ে দশটা করে কুড়িটা আঙুল থাকে। যদিও এর ব্যতিক্রম মানুষ হরদমই দেখা যায়। হাতে ছটা আঙুল নিয়ে হৃতিক রোশনই তাঁর জ্বলন্ত উদাহরণ। কিন্তু আজ যে ব্যতিক্রমের কথা বলব তা শুনলে অবাক হয়ে যাবেন।
দুই হাতে ১২ টি ও দুই পায়ে ১২ টি করে মোট ২৪ আঙুলের অধিকারী শরীয়তপুর জেলার কাঁচিকাটা গ্রামের আব্বাস আলীর পুত্র মোঃ শাহ্ আলম।
২৪ টি আঙুল নিয়ে তার কোনো কাজে সমস্যার সম্মুখিন হতে হয় কিনা এই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করলে, সে জানায় যে, ২৪ টি আঙুল নিয়ে আমার কোনো রকম অসুবিধাই হয় না। এটা তাদের পরিবারগত রোগ। এমনকি তার পরিবারের সকলেরই হাতে বা পায়ে আঙুল বেশী রয়েছে। আমার মায়ের ২২ টি, বাবার ২১ টি এবং ভাইয়ের ২৩ টি আঙুল রয়েছে।
Follow us