কাজী বিপ্লব হাসান: ঈদের পর মুন্সীগঞ্জে আবার ত্রাণ বিতরণ শুরু হয়েছে।
করোনা মোকাবেলায় সরকারি মানবিক সহায়তা হিসেবে মুন্সীগঞ্জে জেলায় বরাদ্দকৃত ত্রাণ প্রান্তি বিতরণ চলছে। মুন্সীগঞ্জেএই পর্যন্ত ১,৪৮,৫০০ পরিবারে মাঝে ১৪৮৯ মে. টন চাল বিতরন করা হয়েছে। অন্যদিকে এ পর্যন্ত নগদ সরকারিভাবে ৮৫ লাখ ২০ হাজার টাকা ৬২,০৭২ পরিবারের বিতরন করা হয়। শিশুদের জন্য ৫২০৩ পরিবারের মধ্যে।
১৫লাখ ৩৪৬৪হাজার টাকা বিতরন করা হয়, জেলা প্রশাসন সুএে এই খবর জানান হয়।
Spread the love
Follow us