স্টাফ রিপোর্টার: ডাকাতি, অস্ত্র ও মাদক সহ ১২ মামলার আসামি বাবা আরিফ পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। বুধবার (২৫ এপ্রিল) রাত ১০ টায় তাকে মুন্সিগঞ্জের দূর্গাবাড়ি থেকে ১১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বুধবার রাত দেড়টার টার দিকে গ্রেফতারকৃত সাইফুল ইসলাম আরিফ ওরফে বাবা আরিফ কে নিয়ে অস্ত্র উদ্ধারে সদর উপজেলার গজারিয়া কান্দিতে যাওয়ার পথিমধ্যে কাটাখালি মুন্সিরহাট সংযোগ সড়কে চর হায়দ্রাবাদ এলাকায় জাকির মোল্লার বাড়ির সামনে গেলে পূর্বেই ওতপেতে থাকা আরিফ গ্রুপের সাথে বন্দুক যুদ্ধ সংগঠিত হয়।
বন্দুক যুদ্ধে আরিফ গ্রুপ দৌড়ে পালায় এবং বাবা আরিফ গুলিবিদ্ধ হন। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
বেলা ১০.৩০ সময় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের প্রবেশস্থলে প্রেসব্রিফিং এ সাইফুল ইসলাম আরিফের মামলার সমূহের তথ্য প্রকাশ করা হয়েছে, তার বিরুদ্ধে ০৬টি মাদক মামলা দায়ের করা হয়েছিল।
Follow us