কাজী বিপ্লব হাসান:মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন বলেছেন, জেলার ৬টি উপজেলার যেসব অস্ত্রধারীর কাছে অবৈধ অস্ত্র রয়েছে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। অস্ত্রধারীদের হাত গুঁড়িয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেল থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত মুন্সীগঞ্জের ইদ্রাকপুর এলাকায় পুলিশ লাইন্সের সভাকক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, মুন্সীগঞ্জকে শান্তির জনপদ বানাতে জেলা পুলিশ কাজ করছে।মতবিনিময় সভায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর জেলা পুলিশ বিভাগের কর্ম তৎপরতা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে।এসময় আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশফাকউদ্দিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি , সাধারণ সম্পাদক , , সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মুন্সীগঞ্জের পুলিশ সুপার
Spread the love
Follow us