স্টাফ রিপোর্টার।
সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া এলাকায় সালাম ম্যানশন মাঠ প্রাঙ্গণে
চর পানিয়া রক্তদান সংস্থার ৩য় বর্ষ পদার্পণ উপলক্ষে প্রায় ৫ শতাধিক মানুষকে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ডায়াবেটিস সহ ব্লাড প্রেসার নির্ণয় কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা চর পানিয়া রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা জুয়েল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন চৌধুরী,বালুচর ইউনিয়ন ৩নং ইউপি সদস্য ফারুক হোসেন,বালুচর ইউনিয়ন পরিষদ ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মেহের নিগার, চর পানিয়া রক্ত দান সংস্থার উপদেষ্টা মাহফুজুর রহমান মাফুজ, এ্যাড.নয়ন খান মিয়া,হাজী মোঃ শরিফ,ওয়াসিম আহম্মেদ,ফেরদৌস আহম্মেদ,জোবায়েল আহম্মেদ ,জামাল মিয়া , লিটন সরকার, আব্দুল কাদের , পিয়ার উদ্দিন , রিয়াদ হোসেন রাফি সহ সবুজ প্রাণ ও বিক্রমপুর রক্তদান সংস্থা,আমাদের রক্তের গ্রুপ , আলোর দিশারী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Attachments area
Comments are closed.