কাজী বিপ্লব হাসান : নোয়াখালির কোম্পানীগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের সর্বোচ্চ সাজা এবং শাস্তির দাবিতে রবিবার মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ দিন সকাল সাড়ে ১০ টায় মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের উদ্ধোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আনোয়ার হোসেন। সাধারন সম্পাদক এম জামাল হোসেন মন্ডল,ও জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ জেলা সাধারন সম্পাদক কাজি বিপ্লব হাসান, জাহাঙ্গির হোসেন, সাইদ উর রহমান, সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন শিহাব। তুষার আহম্মেদ, রাজ মল্লিক, সালমান হাসান। হোসনে হাসানুল কবির, সোহাগ আহমেদ সহ উপজেলা অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তরা বরেন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে পরিকল্পিত ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার অনেক দিন পর ও খুনিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারি নোয়খালীর কোম্পানিগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামিলীগের দুপক্ষের মাঝে সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মারা যান।
Comments are closed.