জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন
কাজী বিপ্লব হাসান: “পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালি বের হয়ে মুন্সীগঞ্জ গণ-গ্রন্থাগারে এসে শেষ হয়। তারপর জেলা সরকারী গণ-গ্রন্থাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। প্রথমে আলোচনা সভা দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবসের উদ্বোন করা হয়। পরে বিভিন্ন বিভাগে অংশগ্রহনকারী প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আবদুল হাই তালুকদার, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবরাজ মালাকার, ভ্রাম্যমান লাইব্রেরির লাইব্রেরিয়ান তাওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সরকারী গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা। আলোচনা অনুষ্ঠান শেষে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বইপাঠ ও কুইজ প্রতিযোগিতা এবং বিজয় দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, বইপাঠ, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার। ক, খ, গ ও ঘ গ্রুপের ৪৫ জন বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
Comments are closed.