দীঘিরপাড় টু মুক্তারপুর যানবাহন চলাচল বন্ধ
সজীব : মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড় একটি ব্যবসায়িক এলাকা। এলাকার প্রধান সড়ক পুরা বাজার সংলগ্ন একটি ব্রীজ ভেঙ্গে পড়ায় জনজীবন দুর্বিসহ হয়ে পড়েছে। দীর্ঘদিন করোনা ভাইরাসের কারনে যানবাহন ও মানুষের চলাচল অনেকটা কম ছিল। কিন্তু এখন লকডাউন শিথিল করার পর মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল আগের তুলনায় বেড়েই চলেছে। প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ তাদের দৈনন্দিন কাজের জন্য ঢাকা, মুন্সীগঞ্জ,শিপাহিপাড়া,মুক্তারপুরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে। দীর্ঘদিন যাবত ব্রীজটি ঝুকিঁপূর্ন থাকা সত্তে¡ও স্থানীয় প্রশাসন কর্তৃক কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে আজ সকাল ৬.০০টায় মালবাহী ট্রাকসহ ব্রীজটি ভেঙ্গে যায়। ফলে এলাকাবাসীর মধ্যে একধরনের ক্ষোভ বিরাজ করছে। কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ঢাকা, মুন্সীগঞ্জে যাতায়াতের এটাই তাদের একমাত্র পথ। এই ব্রীজ দ্রæত ঠিক না হলে তাদের দুর্ভোগ আরো বাড়বে। তাদের সকল ধরনের ব্যবসায়িক কর্মকান্ড বন্ধ থাকবে। জরুরী প্রয়োজনে কেউ হাসপাতালে রোগীও নিতে পারবে না। এলাকার মানুষের এই দুর্যোগের কথা চিন্তা করে তারা স্থানীয় প্রশাসনের জরুরী সুদৃষ্টি কামনা করেন।
Comments are closed.