স্টাফ রিপোর্টার: মঙ্গলবার ৬ জুন, মুন্সিগঞ্জ জাতীয় অনলাইন প্রেসক্লাবের উদ্দ্যেগে, দৈনিক কালের কন্ঠ পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি মাসুদ খানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুন্সিগঞ্জ অনলনাইন প্রেসক্লাবের আহবায়ক প্রবীন সাংবাদিক শেখ আলী আকবর এর সভাপতিত্বে মুন্সিগঞ্জ জাতীয় অনলাইন প্রেসক্লাবের সদস্য সচীব মাহবুব আলম লিটন অনুষ্ঠান এর সঞ্চালনা করেন। সভায় সাংবাদিক সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ রানা, সভায় অন্যান্যদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জাতীয় অনলাইন প্রেসক্লাব আবহবায় সদস্য আতিকুর রহমান টিপু। তিনি বলেন মুন্সিগঞ্জ জাতীয় অনলাইন প্রেসক্লাবসহ সকল সাংবাদিক গোষ্ঠির পক্ষ থেকে এধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত সভায় উপস্থিত ছিলেন মোঃ রোবেল, তুহিন সরকার, হেলাল উদ্দিন হেলাল, কায়সার সামি, কাজী বিপ্লব হাসান, জুনায়েদ, ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Follow us