Ultimate magazine theme for WordPress.

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ জেলা

36

জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ জেলার পক্ষ থেকে দেশের সাংবাদিকদের সকলের সুখ, শান্তি, উন্নতি, সুস্থতা ও দুসময়ে মানুষের অন্তরে ছুয়ে যাক জাগুক মানবিকতা। সব ভেদাভেদ ভুলে সামনে নতুন দিনের আশায় মহান সৃষ্টিকর্তার কাছে আমাদে প্রার্থনা থাকুক ও শুভাকাংখি সহ মুসলিম উম্মাহর নদীর শ্রতের মত ধুয়ে যাক সমাজের সব ব্যবধান ত্যাগের মহিমা জেগে উঠুক ভ্রাতিত্বের বন্ধনে প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক প্রশান্তি সুখ।  এই কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।
জাতীয় অনলাইন প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক কাজী বিপ্লব হাসান, মুন্সীগঞ্জ ভয়েজের প্রকাশক ও সম্পাদক।

Comments are closed.