আবু হানিফ রানা : মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের মামসার গ্রামের বৃদ্ধা লাল চাঁন শেখ (৬৫) কে গত ২৪ শে মার্চ মামাসার দিঘির পশ্চিম পাড়ে মানিক শেখের কাঠ বাগানে গাছের সাথে বেঁধে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে, পরে ২৫ মার্চ সকাল ৯.৩০ মিনিটের পুলিশ মৃত লাল চাঁনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যপারে লাল চাঁনের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাহা মামলা নং- ৪২ (৩)১৮ তারিখ ২৫/৩/১৮ ইং।
উক্ত হত্যা মামলার প্রধান আসামী আফজাল হোসেন (৪০) কে গ্রেফতার করেছে সদর থানার হাতিমারা তদন্ত কেন্দ্রের পুলিশ । পুলিশ সূত্রে জানায় গত শুক্রবার ১১ মে হাতিমারা তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর মোঃ জিল্লুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাড়ি থানার বালিগাঁও এলাকার অহিদ হালদারের বাড়ি থেকে আলোচিত লাল চাঁন হত্যা মামলার প্রধান আসামী আফজাল হোসেন কে গ্রেফতার করেন। এব্যাপারে হাতিমারা তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী আফজাল কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Follow us