বিক্রমপুরের ঐতিহ্যবাতী রাজদিয়া ইয়ং স্টার ক্লাবের ৫৫ বছর পূত্তি ও পূর্ণ মিলনী সভা অনুষ্ঠিত
মো. জামাল উদ্দিন খান:
রাজদিয়া ইয়ং স্টার ক্লাব এর ৫৫ বছর পূত্তি ও পূর্ণ মিলনী অনুষ্ঠান ক্লাবের ষভাপতি মো. জাহাঙ্গির হাসান জনির সভাপতিত্তে¡ ক্লাব চত্তরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লারের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ¦ আবদুল্লাহ ভূইয়া, প্রধান উপদেষ্টা মো. নাজমুল আলম খান, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান, বর্তমান সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. মুকসুদ আলম খান মুকুট, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাকেন জিয়া হায়দার খান উজ্জল, বাবু সাধন চন্দ্র দাস, সৈয়দ লিয়াকত আশ্রাফ, মেজবাহ উল ইসলাম লস্কর, মাহমুদুল আলম খান মারুফ। উপস্থাপনা করেন মো. আহসান দিপু। উপস্থিত ছিলেন মিজানুর রহমান ভূইয়া, মোহাম্মদ আলী খান, সুজন রহমান খান, মহসিন ভূইয়া, মিজানুর রহমান খান, সুমন খান, সাইদুর রহমান খান, মানুন আলম খান, সাবেরী খানম পারভীন। র্যাফেল ড্র পরিচালনা করেন: মো. আরেফিন খান, মোস্তফা জামান সাদ্দাম, মহিউদ্দিন খান রিগান, অপু, তানভীর সিফাত খান, জিনিয়া হাসান, লিয়ন, জুবায়ের আলম খান ও ¯^াধীন প্রমুখ। সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতকিঅনুষ্ফান অনুষ্ঠিত হয়।
A program newspaper can be a sort of newspaper which is useful for assessing knowledge and a lawyer skills. Folks who desire to go into college and faculty would be presented a . It may likewise be named a entry composition or a program composition. https://www.mybroadwaydreams.com/is-coursework-required-for-an-education/