জরিমানা : ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা
কাজী বিপ্লব হাসান: বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এর সহকারী পরিচালক, জনাব আসিফ আল আজাদ এর নেতৃত্বে আজ ০৯-০৩-২০২০ তারিখ মুন্সীগঞ্জ এর শ্রীনগর উপজেলার ডাইসা বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ০২ (দুটি) টি বেকারীতে তদারকি করা হয়। অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে অনুমোদনবিহীন কেমিক্যাল ব্যবহার করে কেক, বিস্কুট, পাউরুটি ও অন্যান্য খাদ্য সামগ্রী তৈরী করায় নিউ স্টার বেকারী ও সুস্বাদ বেকারী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় যথাক্রমে ৪০০০/-(চার হাজার) টাকা ও ১০০০০/- (দশ হাজার) টাকা জরিমানা অরোপ ও আদায় করা হয় । মোট ০২(দুটি) প্রতিষ্ঠানকে ১৪০০০/- (চৌদ্দ হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত স্টিকার, লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
বাজার অভিযানের সহযোগীতা করেন শ্রীনগর উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর, জনাব নাসরিন সুলতানা, অভিযানে নিরাপত্তা বিধানে শ্রীনগর থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Follow us