স্টাফ রিপোর্টার: বজ্রযোগিনীতে জমে উঠেছে মুক্তিযোদ্ধা মফিজুলহক স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট। ২৮টি দলেরঅংশগ্রহনে ক্রীড়া ও সামাজিক সংগঠন বজ্রযোগিনী ক্লাবের পরিচালনায় এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়
বজ্রযোগনী ক্লাবে সভাপতি জনাব মো: হারুণ আল রশিদ কানন জানান মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্য নিয়ে বজ্রযোগিনী ক্লাব কাজ করে যাচ্ছে। যুব সমাজকে খেলাধুলায় অংশগ্রহনের মাধ্যমে এসব লক্ষ্য বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। গত ০১/০৩/২০২০খ্রী: বিকাল ৩.০০ ঘটিকায় মুক্তিযোদ্ধা মফিজুল হক স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জনাব আনিসুজ্জামান আনিছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বজ্রযোগিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব হাজী রবিন হোসেন, বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তোতা মিয়া মুন্সী, জনাব মাহবুবুর রহমান খান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুক্তিযোদ্ধা মফিজুল হক স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আহবায়ক বজ্রযোগিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মাহফুজ রানা দুলাল। ১ম পর্বের খেলা নকআউট পদ্ধতিতে শুরু হয়। ২য় পর্ব আগামী মঙ্গল বার থেকে শুরু হবে। ফুটবল টুর্ণামেন্টের সার্বিক তত্ত্বাবধানে সুমন হাওলাদার, ফিরোজ মোল্লা, সুরুজ মিয়া, কামাল হাওলাদার, হুমায়ন দেওয়ান।
মুক্তিযোদ্ধা মফিজুল হক স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট
Spread the love
Follow us