মুন্সিগঞ্জে ডিজিটাল মেলার শুভ উদ্বোধন
সাজ্জাদ হোসাইন (স্টাফ রিপোর্টার)ঃ কাল থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৩দিন ব্যাপী শুরু হয়েছে ডিজিটাল মেলা-২০১৮। মেলায় সরকারি বেসরকারি প্রায় ৪০ টি বিভিন্ন প্রতিষ্ঠান স্ব স্ব ব্যানারে স্টল দিয়েছে এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়েছে। আজকের এই ডিজিটাল মেলা মাননীয় জেলা প্রশাসক জনাব সায়লা ফারজানার সভাপতিত্বে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয় ও প্রকল্প পরিচালকের মহাপরিচালক (প্রশাসন) জনাব মোঃ কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ জায়েদুল আলম,(পিপিএম) ও সদর উপজেলার চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আনিসুজ্জামান আনিস। মেলা উদ্বোধনের আগে জেলা প্রশাসকের নেতৃত্বে দুপুর ২ টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয় এবং শহরের গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রদক্ষিণ করে। ডিজিটাল মেলা উদ্বোধন শেষে সভাপতি মহোদয় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদেরকে সাথে নিয়ে মেলার স্টলগুলো ঘুরে দেখেন।
মুন্সিগঞ্জ ভয়েজ ডট কম