আবু হানিফ রানা : মুন্সিগঞ্জ সদর থানার হাতিমারার তদন্ত্র কেন্দ্র আইসি জিল্লুরহমানের নেতৃত্বে এসআই আজহার ও এএসআই পলাশ সঙ্গিও ফোর্স নিয়ে রবিবার রাত, সিপাহীপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে মাদকসহ ০৭ জন কে আটক করে একজনের বিরুদ্ধে মাদক আইন মামলা বাকীদের নামে থার্টিফোর অভিযোগ এনে কোর্টে প্রেরণ করেন। অভিযুক্তরা হলো: সাদ্দাম (২৫), জাহাঙ্গীর (৪২), সোহাগ (২৮), কাউসার (২৭), মিল্লাত হোসেন (২৫) সহ আরো দুজনকে আটক করে হাতিমারা তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় সাদ্দম এর কাছ থেকে ৬০গ্রাম গাজা উদ্ধার করে এবং বাকীদের মাদক সেবন অবস্থায় আটক করে বলে এসআই আজহারুল ইসলাম জানান। পরে সোমবার সকালে মুন্সিগঞ্জ থানায় সাদ্দাম হোসেনের নামের মাদক আইনে মামলা রজ্জু করে বাকীদের থার্টিফোরে মুন্সিগঞ্জ কোর্টে প্রেরণ করেন।