মুন্সিগঞ্জ প্রতিনিধি: ১৫ এপ্রিল ২০১৮ ইং তারিখ ১৯.৩০ ঘটিকায় র্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার, সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনি এবং এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন চাম্পাতলা গ্রামস্থ জনৈক মোঃ কবির হোসেন, পিতা-মৃত সুবহান খাঁ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী ও আসামী সোহাগ শেখ (২৫), পিতা-মৃত আকবর শেখ, গ্রাম-চাম্পাতলা, থানা ও জেলা-মুন্সিগঞ্জকে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে ১০১০ (এক হাজার দশ) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪,২৪০/- (চার হাজার দুইশত চল্লিশ) টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩,০৩,০০০/- (তিন লক্ষ তিন হাজার) টাকা। এ সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।