আজ ২৭ জানুয়ারী, শনিবার, ২০১৮খ্রি: মুন্সিগঞ্জের জেলাব্যাপী প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২০১৮ অনুষ্ঠিত হয়। জেলা শহরের বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে এই নির্বাচনকে ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিপুল সারা পরিলক্ষিত হয়।
এই নির্বাচনের মূল উদ্দেশ্য হল

ভোট গ্রহণের দৃশ্য
১) শিশু কাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
২) অন্যদের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন
৩) বিদ্যালয়ের শিখন শিক্ষানো কার্যক্রমে শিক্ষকমণ্ডলীকে সহায়তা করা।
৪) বিদ্যালয়ের শতকরা ১০০% ছাত্র ছাত্রী ভর্তি ।
৫) শিখন শিখানো কার্যক্রমের মাধ্যমে অভিভাবদেরকে সম্পৃক্ত করা
৬) বিদ্যালয়ের পরিবেশের উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
মুন্সিগঞ্জ শহরের ০১ নং ইদ্রাকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ছিল ৫১৪ এবং প্রার্থীর সংখ্যা ১২ জন।
মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার সংখ্যা ছিল ৫০৯ জন এবং মোট প্রার্থীর সংখ্যা ১৮ জন। যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার সংখ্যা ছিল ২২৫ জন এবং মোট প্রাথীর সংখ্যা ২১ জন।
ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার সংখ্যা ছিল ২১৫ জন এবং প্রার্থীর সংখ্যা ২১ জন।
চরযোগেন্দ্র আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার সংখ্যা ৭৩ জন এবং প্রার্থী ১০ জন।

দিন শেষে ভোট গণনা চলছে
এই নির্বাচনে ছাত্রদের মধ্যে থেকেই নির্বাচন কমিশণ, প্রিজাইডিং ও পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্য নির্বাচন করা হয় এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে। সুন্দর ও সুষ্ঠভাবে নির্বাচন সমাপ্ত হয়। এজন্য নিয়মতান্ত্রীকভাবে ব্যালট পেপারও ছাপানো হয়।
মুন্সিগঞ্জ ভয়েজ ডট কম
Follow us