মুন্সিগঞ্জে ২দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন
সাজ্জাদ হোসেনঃ নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ২দিন ব্যাপী কর্মশালা আজ মুন্সিগঞ্জ জেলার শিল্পকলা একাডেমীতে সম্পন্ন হয়। গতকাল কর্মশালা উদ্ভোধন করেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ সামিউল মাসুদ। মুন্সিগঞ্জের স্বনামধন্য জেলা প্রশাসক জনাব মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আজকের শেষ দিনের কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ ফসিউল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শামসুর রহমান,অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ এ এন এম মাহবুবুল আলম। ৬ উপজেলার ২৩৮ জন নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের নিয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কর্মজীবনে বিশেষ মনোযোগী হয়ে প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদান রাখতে বলেন। পরে বিকাল ৫ টায় কর্মশালা সমাপ্ত হয়।
Comments are closed.