মুন্সিগঞ্জে ৩দিন ব্যাপী বহুশাস্ত্রীয় সম্মিলন-২০১৮ এর শুভ উদ্বোধন
মো: রুবেল: মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের স্যার জগদীশচন্দ্র বসু ভবনের ৪র্থ তলায় শনিবার সকাল ১০টায় বহুশাস্ত্রীয় সম্মিলন-২০১৮ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বহুশাস্ত্রীয় সম্মিলন-২০১৮ এর উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুন অর রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হকের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদ সম্পাদক মো: সফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর এমিরেটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাসিমা আহম্মেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. প্রাণ গোপাল দত্ত। এছাড়াও এ সময়ে কলেজের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সোনালী ব্যাংক লিমিটেড ও ক্রাউন সিমেন্ট এর সার্বিক সহযোগিতায় ৩দিন ব্যাপ্তি বহুশাস্ত্রীয় সম্মিলনের প্রথম দিন ১০ ফেব্রুয়ারি দুপুরের দিকে বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যায়ন নিয়ে বক্তারা আলোচনা করেন। পরবর্তী ২য় দিন ১১ ফে্ব্রুয়ারী সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ভাষা, সাহিত্য ও দর্শন দুপুরে অর্থশাস্ত্র ও ব্যবসায় অধ্যায়ন এবং ১২ ফে্ব্রুয়ারী সকাল ১০ টা থেকে ১২ পর্যন্ত শিক্ষাতত্ত¡ ও শিক্ষা প্রশাসন বিষয়ে বিস্তারিত আলোচনা করার কথা রয়েছে।
মুন্সিগঞ্জ ভয়েজ ডট কম