সাজ্জাদ হোসাইন নিজস্ব প্রতিবেদকঃ মুন্সিগঞ্জ জেলায় নব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে আজ যোগদান করেন জনাব তাপস কুমার অধিকারী। তিনি এর আগে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি যোগদানের পর মুন্সিগঞ্জ জেলার প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি জনাব আমজাদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিকাল ৫ টায় তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে নব যোগদানকৃত জেলা শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান।অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সভাপতি জনাব মোঃ জাকির হোসেন,সেক্রেটারি জনাব মোঃ তানজির মোল্লা, জনাব মোঃ সামসুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ শাখাওয়াত হোসেন,মোঃ জসিম, মোঃ আজাহার, মোঃ হাসান সহ আরো অনেকে। জেলা শিক্ষা অফিসার শিক্ষকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে খুবই আনন্দিত হন। তিনি প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে কোন সমস্যা নিয়ে তার সাথে আলোচনা করার পরামর্শ দেন। তিনি প্রাথমিক শিক্ষার মানকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করার প্রয়োজন তা সবার সাথে মিলে কাজ করার প্রতিশ্রুতি দেন। এসময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম ও জনাব ফেরদৌসি মজুমদার উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ ভয়েজ ডট কম
Follow us